(১) স্বাধীনতা

আবার যেদিন স্বাধীন হব সেদিন বলে দেব, সত্যি সত্যি স্বাধীন হয়েছি।
স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি,
জীবন দিয়েছি, কত কি হারিয়েছি!
স্বাধীন কি হতে পেরেছি?
আবার যেদিন স্বাধীন হব সেদিন বলে দেব, সত্যি সত্যি স্বাধীন হয়েছি।

( বিদ্রোহী কবিতা, মানবতাবাদী কবিতা)

(২) গন্ধরাজ

দান্তের একটি প্রিয় ফুল ছিল, গোলাপ।
শেক্সপিয়ারের একটি প্রিয় ফুল ছিল, পদ্ম।
গ্যেটের একটি প্রিয় ফুল ছিল, লিলি।

আমার প্রিয় ফুল কি? গন্ধরাজ।

আমি সেটি নিয়েই কবিতা লিখি।

(৩) ভালবাসা

ভালবাসা একটি ফুল।
এটি দিন-রাত ফোটে।
আমি কত কি বলি।
বলি, সবচেয়ে সুন্দর ফুল।

(৪) প্রেমের কবিতা


যে কলমে তোমার নাম লিখি সে কলমে আমার নাম।

এ নাম কে লিখেছে?
  জন কীটস্।

তাকে বলি তুমি বার বার সে নাম লিখ।