(১) প্রেমের কথকতা
একদিন কবিতা লিখতে।
সে কবিতা পড়তো জীবনানন্দ দাশ্।
আজ কবিতা নেই ;
আজ কি পড়বে?
আজ লিখি, তুমি আমার কবিতা।
(২) তোমাকে
একদিন কবি ছিলাম;
তোমার কথা ভাবতাম।
আজ কবি নই; ভাবিনা।
আবার কবে কবি হব? ভাববো?
(৩) যতদিন ভাবি
এমন একটি কবিতার নাম বল যে কবিতায় 'তুমি' আছ।
সে কবিতা আবার কবে লিখতে পারবো?
(৪) দিনে দিনে বাড়ে
আকাশ সুন্দর, ফুল সুন্দর, সবচেয়ে সুন্দর তুমি।
তোমাকে নিয়েই কবিতা লিখি।
লিখি, তুমি আমার সবচেয়ে সুন্দর ফুল।