(১) রোমিও যেদিন প্রথম প্রেমে পড়েছিল
তোমার দাঁত সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর ; শুধু সুন্দরনা তোমার গলা।তোমার গলা সুন্দর কর আমি আমার সবচেয়ে সুন্দর ফুলটি উপহার দেব।
সেই থেকে তুমি গলা সুন্দরের প্রতিযোগিতায় নেমে গেলে।হলে চ্যাম্পিয়ন।
সে কি আনন্দ আমার। আমি আমার সবচেয়ে সুন্দর ফুলের খোঁজে সুদূর চীন দেশ যাই।
(২) হারিয়ে যাওয়ার সে গল্পটা
আমি এক উদ্ভ্রান্ত পাখি।দেখি আকাশ বাতাস সাগর নদী।দেখা হয় নাই দক্ষিণ হিমালয়, সেটিও দেখি।
তুমি যদি থাকতে কতইনা আনন্দ হত! দেখতাম উত্তরের সাগর, বহতা নদী, ক্ষয়িষ্ণু মেরু।
তুমি আস সব আনন্দ এক হয়ে যাক।
আরও দুজন ভালবেসেছিল। একজন কলমী-লতা আরেকজন ফুল-কলি। তাদেরকে কি জানাই? "তুমি আসবে "।
সকাল হলেই ফুল ফোটে। সে ফুল শুধু তোমার কথা কয়।তার দুঃখ, তুমি তার হলেনা।আমি বলি, সে আসবে এক থোকা কাসেম ফুলের বহর হয়ে।