(১) কোন নামে হায় ডাকব তোমায় নাম না জানা অনামিকা
তুমি প্রথম কবে প্রথম কথাটি বলেছিলে আজ আর মনে নেই। শুধু মনে পড়ে বলেছিলে, ভালবাসি।
সে কথা আজ আর নেই।
সে কথা কেন বলনা?
তোমাকে চুড়ি দিয়েছিলাম, শাড়ি দিয়েছিলাম, গহনা দিয়েছিলাম। সেগুলো কি হারিয়ে ফেলেছ? হারিয়ে ফেললে আবার নতুন করে খুঁজে নিও।
ও তোমাকে একটি কথা বলা হয়নি! তুমি বোলতা দেখলে দূরে থেকো।এটা যেকোন সময় তোমার গালে হুল ফুটাতে পারে।
তোমার নাম ছিল অনামিকা। সেটা কি বদল হয়ে গেছে? বদল হলে নতুন নাম আমাকে জানিয়ো।
(২) পিস্তল
একটি পিস্তলের অভাবে মরে গিয়েছেন শেখ মুজিব, একটি পিস্তলের অভাবে মরে গিয়েছেন জিয়াউর রহমান, একটি পিস্তলের অভাবে মরে গিয়েছেন সাদ্দাম।
ঈশ্বর তুমি আর পিস্তল ছাড়া কাউকে সৃষ্টি কোরোনা।