(১) একটি ভালবাসার ছুটন্ত নদী

অকাল শর্মার কথা মনে পড়ে। সে রোজ রাতে ছবি আঁকতো, পাখি নাড়তো, কঙ্কাবতীর সাথে কথা বলতো।

আজ অকাল শর্মা নেই, কার কথা ভাবি?

তোমার কথা মনে পড়ে। তুমিও ছবি আঁক, পাখি নাড়ো, কঙ্কাবতীর সাথে কথা বল।

তুমি আমার সত্যিই সত্যিই অকাল শর্মা।








(২) একটি আত্মহত্যা ও কিছু কথা

আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় ; দায়ী কিছু কুলাঙ্গার, শয়তান।
তাদেরকে মৃত্যুদন্ডে দন্ডিত কোরো।
তারা মৃত্যুদন্ডে দন্ডিত হলেই আমার আত্মা শান্তি পাবে।

আর আমার মাকে বোলো, আমি কোন অপরাধ করিনি।
আমার যত অপরাধ সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলা।
আর এজন্য আমাকে ক্ষমা করে দিতে বোলো।