(১)তুমি যে আমার কবিতা
আরও হাস, আরও গাও, আরও ছবি আঁক;
তুমি হয়ে ওঠ মূর্ত, প্রতীক।
তুমি আরও সুন্দর হও।
সবাই তোমাকে নিয়ে কবিতা লিখুক ; তুমি হয়ে ওঠ মাধবীর মাধবী।
এ কথা আমি অনেক বলেছি। আজ আবার বললাম। এমনি করেই যেন চিরদিন বলে যাই।
(২) অনেক কদমের ডালি
তুমি আসলে কাকে ভালবাসতে?
তুমি ভালবাসতে শোচনালতাকে।
সে বড় ভুল ছিল।
তোমার আসলে কাকে ভালবাসা উচিত ছিল?
তোমার ভালবাসা উচিত ছিল আমাকে।
আমাকে ভালবাসলে ফুল পেতে।
তুমি এখন থেকে আমাকে নিয়মিত ভালবাসবে।
(৩) স্বপ্নের ঠিকানা
এ শহরে থাকবনা; এ শহর কোকিলের, খরগোশের। চলে যাব কিরিবাতি শহরে। সেখানে ফুল ফোটে, চাঁদ ওঠে, পাখিরা কথা কয়।
সেখানে গিয়ে 'মোনালিসাকে' খুঁজব।'মোনালিসাকে' যদি না পাই তন্ন তন্ন করে খুঁজে বের করব।
সেখানে ঈশ্বর আমাকে একটি দোচালা রুম করে দেবেন। সে রুমে ঈশ্বর আর আমি থাকব।ঈশ্বরকে বলব, তুমি ছিলে বলেই এত কিছু হয়েছে।
(৪) ভালবাসা
যারা ভালবাসে তারা কভু মরেনা।
মরে গিয়েছেন মজনু শাহ, বখতিয়ার উদ্দিন খিলজি।
তারা আসলে ভাল করে ভালবাসেননি।
আমাদের আরও ভাল করে ভালবাসা উচিত।