(১) টাকা
একটি টাকা হলে কেটে পড়তাম মানে মানে।
একটি টাকা হলে ক্ষুরওয়ালাকে বলতাম তুমি আর ক্ষুর চালাইওনা।
একটি টাকা হলে নদীর ধারে দাঁড়িয়ে হিসু করে দিতাম।
সেই একটি টাকা কোথায়? সেই একটি টাকার জন্য ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি গুনাহগার!
(২) সুভাষ চন্দ্র বোস
সুভাষ বোস তুমি বলেছিলে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।
আজ আমি রক্ত দিতে প্রস্তুত কিন্তু কেউ আমাকে স্বাধীনতা দেয়ার নাই।
তুমি আস আমি নতুন করে স্বাধীন হই।