(১) প্রতিবাদ-২


নাকে না বলা আমার অভ্যাস, হাঁকে হাঁ।

আজ চারিদিকে না চলতেছে, আমি কি বলব?

"আমার গলায় ফাঁস্ দাও "।



(২) ঘসেটি বেগম


কই তুমিতো আর আগের মত কথা বলনা!

তুমি কথা বল ইঁদুরের সুরে, বেজির সুরে, বিড়ালের সুরে।

তোমার এ অবস্থা কে করেছে?

নিশ্চয়ই ঘসেটি বেগমকে দেখেছ।

ঘসেটি বেগমও তোমার  চেয়ে ভাল ছিল!

  All of the Ghasheti begum should die।