(১) পথে হল দেখা
হয়তো তোমার নাম সুন্দর ।
হয়তো তোমার নাম বালা।
হয়তো তোমার নাম ইন্দু।
আমি তোমার নাম রেখে দিলাম ইরাবতী।
এ ইরাবতী আকাশ- বাতাসে ঘুরে বেড়ায়, পৃথিবীকে দেখে, নভ বীক্ষণ করে৷
এ ইরাবতী যদি না হত কি হত?
এ ইরাবতীকে ভালবেসে আমার মরন হোক।
(২) হয়ত তোমার দেখা পাব
তুমি পথের ধারে ফোট, তুমি নতুন নামে ছোট, তুমি নতুন কথা নতুন করে আওড়িয়ে বেড়াও;
তোমার কি নাম রাখি?
তুমি ' অনিন্দ্য ', ' সুন্দরী '।