(১) ডায়নার ফায়েদ
ডায়নার হাতে একটি ফুল ছিল।
সেটি ফায়েদ কেড়ে নিল।
বলল, তুমি কেন ফুল কেড়ে নিলে?
বলল, আমি তোমাকে ভালবাসি।
(২) সেই তোমাকে
জগৎ সুন্দর, ফুল সুন্দর, সবচেয়ে সুন্দর তুমি।
তোমাকে নিয়েই কবিতা লিখি।
তুমি যেন মেম্ফিসের ক্লিওপেট্রা।
অ্যাথেন্সের অ্যাফ্রোদিতি।
আবার যদি একটি কবিতা লিখি, সে কবিতার নাম হবে ' ক্লিওপেট্রা '।
ক্লিওপেট্রাকে বলব, তুমিও এত সুন্দর নও।
ডান হাত, বাম হাত, ১৪ হাত ঘুরে তোমার কাছে এলে।
সবাই বলে, এ, এ, এ।
আমি বলি, এ তোমার নয় এ আমার।
কাল সকালে একটি ফুল ফুটবে সেটিকে ধন্যবাদ দিয়ে তোমাকে একটি পুষ্পাঞ্জলি উপহার দেব।
আকাশটাকে প্রশ্ন করি, এত তারা কেন?
বলে, সে দেখবে বলে।
আমি বলি, তুমি মন দিয়ে দেখ।
আকাশটা মুখ লুকিয়ে থাকে। বলি, কাকে দেখ?
বলে, তাকে।
বলি, তাকে দেখলে কি আর হয়............?