পৃথিবীর পথে পথে ঘুরে একটি কথাই জেনেছি আমি।
সেটি তুমি।
বলি, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।
ফুল, ফল, তরু লতা কত কি-তে ভরা এ ধরনী। সবচেয়ে সুন্দর দান তুমি।
এই দেশে কবি আছেন। কবি আছেন চীন দেশে।সবাই কবিতা লিখেন।সবচেয়ে সুন্দর কবিতা তুমি।
পীর, কবিরাজ, জ্যোতিষীরা কত কথা বলে। সব কথা সত্যি হয়না।তোমার কথা যেন সত্যি হয়ে যায়।
একদিন আমি অ্যাথেন্সে ছিলাম (অ্যাফ্রোদিতির দেশ)। তুমিও একদিন ছিলে।সেটি নিয়ে কবিতা লিখি। লিখি, সবচেয়ে সুন্দর কাহিনী।
চাঁদ, সুরুজ, গ্রহ তারা নিভে যায়। নিভে নিভে বলে তাকে জাগিয়ে দাও। সে পৃথিবীর আলো হোক্।
শেক্সপিয়ার, মিল্টন, যুবরাজরা মরেননি।তারা জেগে আছেন। জেগে জেগে তোমার কথা ভাবেন।
ডায়নার হাতে একটি ফুল, ক্লিওপেট্রার হাতে একটি ফুল। তুমি ফুলগুলো কেড়ে নিয়ে বল আমিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।
ঘুরে ঘুরে একটি প্রশ্নই আসে, তুমি কে? বলি, এই গ্রহের রানী।
এখানে তুমি, সেখানে তুমি, সবখানে তুমি। স্বর্গে গেলেও তোমাকেই খুঁজব।
আমি কবি।দিন-রাত কবিতা লিখি। শ্রেষ্ঠ কবিতাটি লেখা হয়নি। মনে হয়, তুমিই আমার শ্রেষ্ঠ কবিতা।