যদি কাছে আসতে!
যদি ভালবাসতে!

কাছে আসলেনা।
ভালবাসলেনা।

কি বলি?
দূর আকাশের পরী।