(১) জাপান দেশের কলি
তুমি কথা বল ডায়নার মত করে।
তুমি কথা বল ভিক্টোরিয়ার মত করে।
আমি বলি, তুমি বিলকিস হতে পারনা!
বিলকিস সবচেয়ে সুন্দর।
তোমাকে বিলকিস হতে হবে।
(২) হারিয়ে যাওয়া চড়ুই পাখির খোঁজে
তোমাকে হারিয়ে ফেলার গল্পটি অনেক সুন্দর।
আমরা একদিন হাঁটতে হাঁটতে সুন্দর বন গেলাম। হঠাৎ তোমাকে হারিয়ে ফেললাম। তারপর অনেক খোঁজা খুৃজি, অনেক তছনছ করে তোমাকে খুঁজে বের করলাম।
সে গল্পটি আজও মনে পড়ে।
আমি বলি, এমন গল্প বার বার জন্ম হোক।
এমন গল্প আবার জন্ম হলে আমি একদিন তাজমহলে দুকদম হেঁটে আসব।