ওগো মোর ভালবাসা একটু কথা কও।তুমি কথা না বললে যে ভাল লাগেনা।তুমি কথা না বললে কে কথা বলবে, পথের কুকুর? সে তো কথা বলতে পারেনা।গাছপালা, নদী-নালা বিল - হাওড়? তারা তো আরও বেশি বধির।তুমিই কথা বল, তোমার কথা যে সবচেয়ে মিষ্টি। তুমি কথা বলবে বলেই কি সখিনা জরিনা' ভালবেসেছিল? তুমি কথা বলবে বলেই কি আ।কাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে? তুমিই কথা বল, তোমার কথা যে সবচেয়ে মিষ্টি।
তোমার কথার ডাক সারা পৃথিবী। তোমার কথা শুনে শাহাজাদী তার সন্তানকে ঘুম পাড়ায়।তোমার কথা শুনে অনামিকা সারাক্ষণ হাই, হ্যালো করতে থাকে।তুমিই কথা বল, তোমার কথা যে সবচেয়ে মিষ্টি।
তুমি কথা না বললে কি হবে? পৃথিবীতে কোন ফুল ফুটবেনা, সব ফুল তলিয়ে যাবে অন্ধকার গহীনে, বাজপাখি আর মাছ ধরবেনা, সোনালী হরিণ" মাঠে চরবেনা।তুমিই কথা বল,
তোমার কথা যে সবচেয়ে মিষ্টি।