( ১) হাস্নাহেনা ও কিছু কথা
একদিন হাস্নাহেনা এসে বলল, আমি তোমাকে ভালবাসি।
আমি কি বলে যে তাকে ধন্যবাদ দেব খুঁজে পাচ্ছিলামনা।
শেষ পর্যন্ত তাকে একটি ফুল পাঠালাম।
সে তখন খুশি হয়ে বলল আমি এখন থেকে তোমাকে আরো বেশি ভালবাসব।
( ২) আমি তোমাকে চাই
বারে বারে একটি কথাই মনে হয়
তুমি বুঝি আমার নয়।
তুমি যদি আমার হতে আমি কি করতাম?
আমি কাশ্মীরের গোলাপ দেখতে যেতাম।
তুমি আমার হও আমি কাশ্মীরের গোলাপ দেখতে যাব।