(১) হাস্নাহেনা ফুলের ঘ্রাণ
তুমি সুন্দর, তুমি অনন্যা, তুমি অপরূপা ; তোমার কোন তুলনা নাই। তুমি আমার হও। তুমি আমার হলে বলব, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি আমার হয়েছে।
তুমি আমার হলে আমি আর আকাশ দেখবনা, শুধু তোমার দিকে চেয়ে থাকব; তুমি আমাকে শুভেচ্ছা জানাবে আমি তোমাকে শুভেচ্ছা জানাব এভাবে দিন যাবে।
তুমি আমার হলে বুলবুলি পাখি তার কিচির মিচির ডাক বন্ধ করে শুধু আমাদের দিকে চেয়ে থাকবে।
(২) তুমি আমার অপরূপা
তোমার দুচোখ সুন্দর। তোমার দুচোখ আমাকে দাও।তোমার দুচোখ আমাকে দিলে আমি বলব, এ পৃথিবীতে আমার আর কোন চাওয়া নেই, আমি হব এ পৃথিবীর সবচেয়ে প্রশংসিত মানুষ।