এক রাতে হাস্নাহেনা এসেছিল।
আমি তাকে একটি ফুল দিয়েছিলাম।
তখন ভালবাসা হয়েছিল।
সে ভালবাসা অনেক গভীর।
আমার কেবলই মনে হয় ভালবাসা যদি আরো গভীর হত কতনা আনন্দ হত।
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে (হাস্নাহেনা) ঐ পাড়ার মুক্তার কথা বলব যে ভালবেসে জীবন দিয়েছিল তখন নিশ্চয়ই ভালবাসা আরো গভীর হবে আর আনন্দেরও সীমা থাকবেনা।
(২) তুমি আমার ভালবাসা -৩
তুমিতো ফুল ভালবাস তোমাকে ফুল দেব।
এমন একটি ফুল দেব যা পেয়ে তুমি ভীষণ আনন্দিত হবে।
দাও আমাকে গোলাপ ফুল দাও।
ধর সে ফুল নাও।
(৩) তুমি সুন্দর-১৫
আমি বলি, তুমি সুন্দর।
সে ( কোন একজন) বলে, তুমি সুন্দর।
আকাশ বলে, তুমি সুন্দর।
তুমি বল,তুমি সুন্দর নও।
তুমি আসলেই সুন্দর।