আমার সুরঞ্জনা একদিন আমাকে এসে বলল, তুমি যদি আমার না হও আমি মরে যাব।
আমি বললাম, আমি তোমার ।
সেই থেকে সে আমাকে ফুল দেয়।
একদিন আমি বললাম, সবচেয়ে সুন্দর ফুলটি যদি না দাও ভালবাসা তো গভীর হবেনা।
এরপর একদিন এসে সে আমাকে সবচেয়ে সুন্দর ফুলটি দিল;
এখন ভালবাসা অনেক গভীর।