ভাল থেকো ফুল
ভাল থেকো পাপড়ি
ভাল থেকো আকাশের তারা
ভাল থেকো নদীর ঢেউ।
ভাল থেকো নীল প্রজাপতি
ভাল থেকো রহস্যময় নারী।
সবাই ভাল থেকো শুধু আমি যেন ভাল না থাকি।কারন আমি একজন' ভালবাসি সে আমাকে ভালবাসেনা।

যে আমাকে ভালবাসেনা তাকে একদিন জিজ্ঞেস করলাম, এই তোমার নাম কি? বলল, অনামিকা। এখন আমার অনামিকা নামই পাল্টে দেয়ার ইচ্ছে করতেছে। অনামিকা নাম পাল্টে কি হবে তার চেয়ে বরং তার জন্য দোয়া করি সে যেন ভাল থাকে।

ভাল থেকো ভাল থেকো সারাক্ষণ শুধু ভাল থেকো এই হল মোর কামনা।

যদি ভাল না থাক আমাকে বোলো আমি ভাল থাকার সমস্ত সমস্ত ব্যবস্হা করে দেব, কারন তুমি ভাল না থাকলে কি হয়!