(১) গোলাপের ঘ্রান সুন্দর


যেমন করে গোলাপ হাসে তেমন করে কেউ হাসেনা।
তেমন করে যদি কেউ হাসত কতইনা ভাল লাগত।
আমি একদিন পূবের হাওরে ( গোলাপের বাগান)  যাব দেখব তেমন করে হাসতে পারি কিনা।  

(২) সবিতাকে আমি ভালবাসি

সে হাসে কৃষ্ণচূড়ার মত, সে হাসে রক্তজবার মত।
তাকে এমন হাসির অধিকারী করেছে কে?
আল্লাহ।
আল্লাহকে বলিঃআমাকেও এমন হাসির অধিকারী করো।