(১) গোলাপ ফুল
কেমনতর ফুল চাও?
সুন্দর ফুল।
সে ফুল কি?
গোলাপ ফুল।
সে ফুল পেলে কি বলবে?
আমি ধন্য।
তোমাকে সে ফুল দেওয়া হবে।
(২) দুজন দুজনার
কালতো ফুল ফুটেছিল, কালতো চাঁদ উঠেছিল। অথচ তুমি আসলেনা।
এ কেন?
তোমার দুঃখ।
তুমি এ দুঃখ দূর কর দেখবে অনেক শান্তি পাবে।
আমি আগামীকাল আসব; আগামীকালও ফুল ফুটবে, আগামীকালও চাঁদ উঠবে।
তোমার আসার প্রতীক্ষায় একটি পাখি প্রহর গুনে।