( ১)গোলাপ ফুল

মৃত হরিণীকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি চাও?
বলেছিল, গোলাপ ফুল।
আমি সে গোলাপ ফুল ভালবাসি।
গোলাপ ফুল যদি আমাকে ভালবাসত।

গোলাপ ফুল আমাকে ভালবাসলে আমি ভিসুভিয়াস আগ্নেয়গিরি দেখতে যাব।
ভিসুভিয়াস তার সকল কাজ বন্ধ করে ( লাভা উদগিরন) শুধু আমার দিকে চেয়ে থাকবে।

(২) ভালবাসি তোমাকে

তোমার হাতে একটি গোলাপ ছিল।
সেটি পড়ে গিয়েছিল।
আমি তুলে দিয়েছিলাম।
তখন আমাদের মধ্যে ভালবাসা হয়েছিল।

আমার এখন কেবলই মনে হয়, তোমার হাতের গোলাপটি যদি আবার পড়ে যেত তাহলে কতনা ভাল হত।

(৩)প্রতিশোধ

আগের মত কথা বলতে পারিনা।
আগের মত গান গাইতে পারিনা।
আগের মত ছবি আঁকতে পারিনা।

কেন?
নিশ্চয়ই আমাকে কেউ দুঃখ দিয়েছে।

সে জনার বাড়ি কোথায়? সে জনার বাড়ির সন্ধান পেলে বলতাম তোমার জন্য এ বাড়ি নয় তোমার জন্য অন্য বাড়ি।