অমর একুশে বইমেলায় গদ্য কবিতার বই প্রকাশ Goddo Kobitar Boi Prokash
অমর একুশে বইমেলা ২০২৪ ( সোহরাওয়ার্দী উদ্যান) এ প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। আমার কবি নামঃ মোঃ আরিফ হোসেন সর্দার। বইটিতে কবিতা আছে মোট আশিটি। কবিতাগুলো সম্পূর্ণ নতুন ও ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র একশ' দশ টাকা। বইটি পাবেন বইমেলার ১১৬নং স্টল মেধা পাবলিকেশন্স এর দোকানে। এছাড়া জাহানারা বুক হাউজ ( ১৩/১৪, লিয়াকত এভিনিউ মার্কেট, সদরঘাট) এ বইটি পাবেন। নীলক্ষেতে বইটি পাবেন সুলতানা লাইব্রেরি ( রাজীবের দোকান) । আমি এখানে ছাড়া লেখক ডট মি ওয়েবসাইটে মোঃ আরিফ হোসেন সর্দার নামে লিখি, ওখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন। ব্যক্তিগতভাবে আমাকে নক করে বই পেতে হলে মেইল করুন :arif08273@gmail.com।
আলোচনাটি ৪৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৩/০২/২০২৪, ০২:৫৪ মি: