চারিদিকে যখন শব্দ শুনবে তোমার কেহ নাই কেহ নাই তখন ভাববে তোমার এমন একজন আছে যে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভলবাসে।
চারিদিকে যখন শব্দ শুনবে আগুন জ্বলছে আগুন জ্বলছে তখন ভাববে তোমার এমন একজন আছে যে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে।
চারিদিকে যখন শব্দ শুনবে ঝড় উঠেছে ঝড় উঠেছে তখন ভাববে তোমার এমন একজন আছে যে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে।
চারিদিকে যখন শব্দ শুনবে এই পৃথিবীতে কেহ নাই সব কোথায় যেন লুকিয়ে গেছে তখন ভাববে তোমার এমন একজন আছে যে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে।
সেই একজন কে? সে তোমার ঈশ্বর। তুমি সেই ঈশ্বরের পূজা কর যেই ঈশ্বর এক, অদ্বিতীয়, অসীম।