(১) ফুল-৪
আমি ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন আমাকে সৃষ্টি করেছ?
ঈশ্বর বলেছে, ফুল দেখার জন্য।
আমি সেই ফুল দেখি আর ভাবি, ফুল কত সুন্দর!
ফুল তুমি আমার হও।
(২) তমালিকা তুমি কত সুন্দর!
আমি একজনকে ভালবাসি। তার নাম তমালিকা।
সে আমাকে ভালবাসেনা।
আমি একদিন তাকে বলেছিলাম, তুমি যদি আমাকে ভালবাস আমি মঙ্গলগ্রহ দেখতে যাব।
কিন্তু সে আমাকে ভালবাসেনা এখন আমার মঙ্গলগ্রহ দেখার কোন ইচ্ছা নাই।