সাইফুদ্দিন সাহেব অনেক ভাল লোক ছিলেন। দেখলেই, সালাম দিতেন, বলতেন, কোথায় যাস?
আজ সাইফুদ্দিন সাহেব মারা গেছেন; আহা, কি দুঃখ!
সাইফুদ্দিন সাহেবের মত লোক যদি পেতাম! শুনেছি ময়না নদীর তীরে এক লোক বাস করে নাম বাবু মুখোপাধ্যায়, অনেক ভাল মাুনষ।
বাবু সাব, বাবু সাব আপনি কেমন আছেন?
হ্যাঁ, ভাল আছি।
আপনার কথা অনেক শুনেছি ; আপনি নাকি মানুষের উপকার না করে থাকতে পারেননা?
হ্যাঁ, মানুষের উপকার করাই আমার কাজ।
তাহলে আমার একটি উপকার করেন।
কাল তোমার মায়ের নামে একটি মসজিদ করে দেব।
সত্যি সত্যিই আপনার কথা শুনে আমার মন ভরে উঠল।
মানুষের মন ভরলে আমারও মন ভরে।
আপনার দিন যেন এমনি করেই যায়।
এমনি করে গেলেই শান্তি।