(১) তুমি আমার দুনিয়া

এ দুনিয়া অনেক ছোট।
কাকে চাই?
তোমাকে।
তোমাকে পেলে পৃথিবীটা অনেক বড় মনে হয়।

পৃথিবী তুমি আরও বড় হয়ে যাও।

(২) ভালবাসা নাকফুল

আমার হাতে যে ফুলটি শোভা পায় সেটি তোমার নাম।
সে নাম আমি বার বার লই।
বলি, কি পেলাম?
বলি, পেলাম সবচেয়ে সুন্দর ভালবাসা।