(১) দুটি মন আর নেই দুজনায়
আমি নদীর ও পারে গিয়েছিলাম। সেখানে একটি ফুল ছিল। সেটি এনে তোমাকে দিয়েছিলাম। তখন তুমি আমাকে ভালবেসেছিলে।
এখন আমার মনে হয় প্রতিদিন নদীর ওপারে গিয়ে তোমাকে ফুল এনে দেওয়া উচিত।
(২) কবিতা তোমাকে আমি ভালবাসি
রক্ত গোলাপ ভালবাসি। সবচেয়ে সুন্দর রক্তগোলাপটি পেলে বলব, তোমাকে আমি ভালবাসি। সেই রক্তগোলাপটি আমি কবে পাব?
সেই রক্তগোলাপটি পেলে সেটি আমি আমার ড্রয়িং রুমে সাজিয়ে রাখব আর দিন রাত দেখব।