আর দুটি কথা বললে তুমি আমার হতে।
আর দুটি কথা বললে তুমি বলতে ভালবাসি।
সেই দুটি কথা বলা হলনা।
সেই দুটি কথা কেন বলা হলনা সেটাই প্রশ্ন।
আমি এথেন্স গেলে অ্যাফ্রোদিতিকে সেই দুটি কথা বলব।অ্যাফ্রোদিতি সেই দুটি কথা শুনে হাসবেন। অ্যাফ্রোদিতি বলবেন, তুমি তাকে এই দুটি কথা কেন বলনি?
আমি বলব, আমার মনে ছিলনা।
অ্যাফ্রোদিতি বলবেন, তোমার মনে রাখা উচিত ছিল।