(১) আমার প্রিয়ার নাম অপরূপা

সবচেয়ে সুন্দর ফুলটি ফুটেছিল যমুনার পাড়ে।
সেটি আমি আমার প্রিয়াকে এনে দিয়েছিলাম।
আমার প্রিয়া অনেক খুশি হয়েছিল।
এখন আমার কেবল মনে হয়, আমার প্রিয়াকে বার বার এমন একটি ফুল এনে দেওয়া উচিত।

(২) তুমি আমার ঘৃণা

বলতো সবচেয়ে সুন্দর ফুলটি কি?
গোলাপ ফুল।
সেটি কামাল কাকে দিয়েছিল?
রানীকে।
রানী কামালকে ভালবেসেছিল?
না।

আমিও তোমাকে ভালবাসিনা।