(১) সুন্দরের তপস্যা
এমন একটি কবিতা আছে যা লেখা যায়না, এমন একটি গান আছে যা গাওয়া যায়না।
শুধু একজনকে ভলবাসা যায়, সে জনার নাম সুন্দর। সে জনার নাম কেন এত সুন্দর! সে জনার নাম যদি সুন্দর না হত আমি মরে যেতাম।সে জনার নাম সুন্দর তাইতো আমি বেঁচে আছি।
(২) তুমি আমার ভালবাসা-৬৫
জানি এ পৃথিবী থাকবেনা, জানি পাখি গাইবেনা, জানি নদী বইবেনা ; থাকবে শুধু তুমি।
সেই তোমার প্রশংসা করি।
তুমি যদি আমাদের না হও আমি মরে যাব, তুমি যদি আমার হও আমি চিরদিন বেঁচে রব।
এমন একটি দিন যেন আসে।