আমরা এ আসরে দৈনিক একটি কবিতা প্রকাশ করি। তো দেখা যায়, কবিতা প্রকাশের তিন চার ঘন্টার মধ্যে যা পাঠক পড়ার পড়ে নেয় এবং যত মন্তব্য আসার এসে যায়।অর্থাৎ তিন চার ঘন্টা পর কবিতা তেমন একটা পড়ে না এবং মন্তব্যও আসে না।এছাড়া বাংলা কবিতার অন্যান্য অধিকাংশ আসরেও দিনে একাধিক কবিতা প্রকাশের সুযোগ রয়েছে; ( তো আমি সেদিকে যেতে চাচ্ছি না)। আমার মতামত হল দিনে দুটি কবিতা প্রকাশের সুযোগ দিলে মনে হয় ভালো হয়।তো অন্যান্য বিজ্ঞ কবিগণের মতামত আশা করছি। সবার মতামতের ভিত্তিতেই যা হবার হবে।ধন্যবাদ।
( আমার এ লেখাটি ছাপানোর পর বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে; আসলে আমি যখন কবিতা ছাপি তার কয়েকঘন্টার মধ্যেই কবিতা পাঠের flowটা ( স্রোত) শেষ হয়ে যায়।তখন মনে হয় একটি ভাল কবিতা লিখতে পারলে ভাল হত।কিন্তু যখন দেখি ছাপানোর কোন সুযোগ নেই তখন কবিতা লেখার আগ্রহটা সেদিনের জন্য বাদ হয়ে যায়।) ( আসলে এ জন্যই পোস্ট দেয়া অন্য কোন উদ্দেশ্য নয়)