(১) দিনদিন প্রতিদিন ( বিরহের কবিতা)
কবি কবিতা লেখে, গায়ক গান; আমি শুধু ছবি আঁকি।
সে ছবি তোমার "।
তুমি যদি আমার হতে কত আনন্দ হত।
তুমি কি কোনদিন আমার হবে?
না, তুমি কোনদিনই আমার হবেনা।
তাহলে আমার কি করা উচিত?
আমার মরে যাওয়া উচিত।
আমি কখন মরব সেটাই চিন্তা।
(১) এইখানে ( মানবতাবাদী কবিতা, দেশাত্মবোধক কবিতা)
এইখানে রাখ আমার লাশ, এইখানে।
এইখানে আমার মা মারা গিয়েছেন, এইখানে আমার বাবা মারা গিয়েছেন, এইখানে আমার দাদা মারা গিয়েছেন ; এইখানে বসে আমার প্রপিতামহ বাঁশ কাটতেন।
এইখানে রাখ আমার লাশ, এইখানে।
এইখানে আমাকে একজন কথা দিয়েছিল, সে এইখানে মারা গিয়েছে। এইখানে রাখ আমার লাশ, এইখানে না রাখলে আমি মরে যাব। এইখানে রাখ আমার লাশ;এইখানে আমার শান্তি ।