যার যা চাহিদা তাকে তা দাও, তাতে অসীম আনন্দ।
আমি সুরভীকে (পথশিশু) ফুল দিয়েছিলাম তাতে সে অসীম আনন্দ পেয়েছিল।
সুরভী তুমি আর কি চাও ?
আমার গুড় চাই?
ধর, গুড় নাও।
আমার আম্মাজান অসুস্থ, কথা বলতে পারেনা।
আম্মাজান তোমার কিছু লাগবে?
আমার ওষুধ লাগবে।
কালই তোমাকে ওষুধ এনে দেব।
আমার বনলতা আমাকে বলেছে কিছু রজনীগন্ধা পাঠাতে।
কালই রজনীগন্ধা পাঠিয়ে দেব।
আম্মাজান, সুরভী, বনলতা তোমরা ভাল থেকো।
আমরা ভাল আছি।
তোমরা ভাল আছ এটা আমারও ভাল।