এখানে আসো, বসো,  গান গাও, বলো ফুল নাও।
সে ফুলটি আমি মালায় গাঁথি।

তোমাকে আমি দেখেছি মিরাকলে, তোমাকে আমি দেখেছি মেম্ফিসে।
সেই তুমি আসলে।
যেন চন্দ্র-তারা হাসল।

তোমাকে নিয়ে দুকথায় কবিতা লিখেছিলাম।
সে কবিতার নাম, সুন্দর।
সে কবিতার নাম, 'আরও সুন্দর' হলে ভাল হত।


রক্তজবা, তুমি আর যেওনা। এখানে রক্ত ছিটাও।
বল, সুন্দরকে আমি দেখেছি।

যেসব নারীর কানের দুল সুন্দর তাদেরকে আমি ভালবাসি। তুমি সবচেয়ে সুন্দর। তুমি সবচেয়ে সুন্দর দুলটি পর।