(১) বৃষ্টি ভেজা ফুল

আমি চাই তুমি আমার থাক।
আমি চাই তুমি আমার গান গাও।
আমি চাই তুমি আমার ছবি আঁক।

কেন?
আমি তোমাকে অনেক ভালবাসি।
আমি তোমাকে আরও ভালবাসব।

(২) তোমার জন্য

যে ফুলটি সুন্দর নয় সেটির প্রশংসা করিনা।
যে ফুলটি সুন্দর সেটির প্রশংসা করি।
সেটি তুমি।

তুমি যদি একবার আমাকে ভালবাসি বলতে।