(১) বলছি তোমাকে

তোমাকে হাসতে দেখলে আমি হাসি, তোমাকে কাঁদতে দেখলে আমি কাঁদি।
কেন?
আমি তোমাকে অনেক ভালবাসি।
তুমি কবে আমাকে ভালবাসবে সে কথা বল।

তোমার ভালবাসা পেলে আমি নীল সাগর দেখতে যাব যে নীল সাগর অনেক সুন্দর। নীল সাগর হেসে উঠে বলবে, তুমি আমাকে দেখতে এসেছ এ আমার অসীম আনন্দ।

(২) তোমার ভালবাসা

তুমি কোন দেশের ফুল ভালবাস আমাকে বল আমি তোমাকে সে দেশের ফুল এনে দেব। শুধু বল আমাকে ভালবাসবে কিনা। আমি যে তোমার ভালবাসার জন্য সব করতে রাজি।

তোমার ভালবাসার জন্য ঘুরেছি আমি মিশর, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড। কেউ আমাকে তোমার ভালবাসা দেয়নি। দিয়েছে হরিণের ভালবাসা। আমি এ হরিণের ভালবাসা দিয়ে কি করব? তুমি আমাকে তোমার ভালবাসা দাও।