কাল গোলাপ তুমি খুব সুন্দর। তুমি সারাক্ষণ শুধু হাস।কাল গোলাপ তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার কাছে কি যেন চাও।আজও আমি দিতে পারলামনা, এ আমার ব্যর্থতা।কাল গোলাপ তুমি যেখানেই যাও মনে রেখো আমি তোমার সারক্ষণিক সঙ্গী, তোমাকে ছাড়া আমি থাকতে পারিনা। কাল গোলাপ একটা কথা মনে রেখো আমি তোমার সার্বক্ষণিক সঙ্গী এ কথা লিখেছে স্বয়ং আল্লাহ খোদা রব, তুমি এ বিধান থেকে দূরে যেয়োনা।
কাল গোলাপ তুমি যদি মরে যাও কি হবে? পৃথিবীতে কোন ফুল ফুটবেনা, সব ফুল মরে যাবে, মরে যাবে আর বলবেআমি মরে গেছি মরে গেছি, হায় কে আমা' বাঁচাবে!
কাল গোলাপ তোমার খুব বয়স হয়নি। তাইতো তুমি বোঝনা পৃথিবী কি জিনিস। তুমি যদি বুঝতে খুব সুন্দর করে ফুটতে। আজ খুব রৌদ্রময় দিন, আজ সুন্দর করে ফুট।