(১) ভালবাসা একটি দুর্দান্ত পদ্ম
আমি তোমাকে সেইভাবে ভালবাসতে পারিনি যেভাবে ভালবাসলে তোমাকে পেতাম।
আমি তোমাকে ভালবেসেছি খয়কুটার মত করে, পিচ্ছিল পদার্থের মত করে, অপদার্থের মত করে।
(ঈশ্বর) তুমি আমাকে তাকে ভাল করে ভালবাসার সামর্থ্য দাও।
(২) তুমি আমার ভালবাসা-২০
তাকে আমি ভালবাসিনি, তাকে আমি ঘৃণা করেছি।
কেন?
সে আমাকে ঘৃণা করে।
তাকে কবে ভালবাসবে?
যেদিন সে আমাকে ভালবাসবে।
সেদিনটি যেন দ্রুত আসে।
(৩) গোলাপ ফুল
কাল একটি গোলাপ ফুটেছিল তাকে আমি ধন্যবাদ দিতে পারিনি।
কেন?
দুঃখ আমার।
তাকে কবে ধন্যবাদ দেব সে অপেক্ষায় দিন-রজনী অতিবাহিত হচ্ছে।