তুমি যখন হাসতে থাক সারা পৃথিবী হাসে। অথচ আজ তুমি একটুও হাসলেনা; তাহলে কি হবে?  বনের বাঘ হাসবে?  বনের বাঘ তো হাসেনা।তাহলে?  তোমাকেই হাসতে হবে। তুমি কখন হাসবে একটুখানি বলে যাও।

তোমার হাসির জন্যই এ পৃথিবী সে কি তুমি বোঝনা?  তাহলে হাসছনা কেন! একটুখানি হাস।

একটুখানি যখন হাসবে তখন মনে রেখো একটুখানি হাসির জন্যই এ পৃথিবী কাজেই আমাকে বেশি করে   হাসতে হবে।  

বেশি করে   হাসলে কি হবে?  গালে আর টোল পড়বেনা, তুমি হবে অপূর্ব সুন্দরী নারী যার তুলনা শুধু   সে নিজে।