তুমি কত সুন্দর মুখে বলে বোঝানো যাবেনা। তোমার কথা মনে পড়লেই  মনে হয় পৃথিবীর ঐ পাড়ে এক পাহাড় আছে সেখানে শুধু ফুল ধরে। সে ফুলের গন্ধে ছেয়ে যায় মন।হায় হায় তুমি কেন এত সুন্দর একবার বলবে কি?

তুমি কত সুন্দর তা আমি জানতামনা।জেনেছি অনামিকা দিপ্রর কাছে যে সারাক্ষণ শুধু গান গায়। এখন আমার কেবলই তাকে দেখতে ইচ্ছে হয়। হায় হায় তুমি কেন এত সুন্দর একবার বলবে কি?

তোমার সৌন্দর্যের কথা বলতে গেলে একটি কথাই বলতে হয় তোমার সৌন্দর্যের কোন শেষ নেই। তুমি এ সৌন্দর্য পেলে কোথায় তা আমি অনেক ভেবেছি কিন্তু কোন উত্তর পাইনি। শেষ পর্যন্ত মনে হয়েছে এ সৌন্দর্য তুমি চাঁদের কাছ থেকে ধার নিয়েছ।হায় হায় তুমি কেন এত সুন্দর আমায় একবার বলবে কি?

তোমার সৌন্দর্য নিয়ে কবিতা করা যেতে পারে।  সবচেয়ে সুন্দর কবিতার নাম হওয়া উচিত, 'তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি কেবলই সুন্দর'।  হায় হায় তুমি কেন এত সুন্দর আমায় একবার বলবে কি?