সেই কথাটি এখনও বলা হয়নি যেই কথাটি সবচেয়ে বেশি সুন্দর।
সেটি, তুমি আমার বউ
সেটি বললে কি তুমি খুশী হবে?
হ্যাঁ, খুশি হব।
তাহলে কালই বলে দেব, তুমি আমার বউ।
বউতো হয়েছ এখন আমাকে কি দেবে বল।
তোমাকে কালদীঘির পাড়ের খেজুর খাওয়ানো হবে।
যত দ্রুত সম্ভব কালদীঘির পাড়ের খেজুর আনতে যেও।