আমি হাঁটতে হাঁটতে রূপসা যাই তোমাকে খুঁজে পাই।
আমি হাঁটতে হাঁটতে চলন বিল যাই তোমাকে খুঁজে পাই।
আমি হাঁটতে হাঁটতে ফয়েজ লেক যাই তোমাকে খুঁজে পাই।
আমি হাঁটতে হাঁটতে জাফলং যাই তোমাকে খুঁজে পাই।
তোমাকে পেয়ে বলি, সোনার বাংলা খুঁজে পেলাম।
যে কবির কবিতা সুন্দর তাকে ভালবাসি।
তিনি লেখেন, তুমি আমার কবিতা।
দিনদুপূরে শালিক গেয়ে উঠে, দিনদুপূরে কোকিল গেয়ে উঠে।
সে গান শুনে বলি, তোমার গানও সুন্দর।
এমন একটি দেশ আছে সেটি চীন দেশ।
সেই দেশে গিয়েও বলি, এমন একটি দেশ বল কোথায় পাব?