(১) আনন্দ ( প্রেমের কবিতা, রূপক কবিতা)
একদিন একটি মেয়ে আমার কাছে আসল।
সে এসে আমাকে একটি ফুল দিল।
তখন আমাদের মধ্যে ভালবাসা হয়েছিল।
আজ আমার মনে হচ্ছে, সে যদি আবার আসত!
সে আবার আসলে আবার ভালবাসা হত ; আবার আনন্দ হত।
এমন আনন্দ কেনা চায়? চায় বনের বাঘ, হরিণ, চাতক পাখি।কিন্তু তারা কি পায়? তারা পায়না। তাইতো তারা দুঃখ করে।
আমি অপেক্ষায় আছি, আমি পাব।
তাইতো আমি আনন্দে মরি।
(২) বাঁচা ( প্রেমের কবিতা)
মরতে কে চায়?
কেউ মরতে চায়না।
কিন্তু আমি চাই।
কেননা আমি তোমাকে ভালবাসি।
তুমি যদি আমার না হও সত্যিই আমি মরে যাব।
এমন একটি দিন যেন না আসে যেদিন আমি মরে যাব।
কেননা তোমাকে ছাড়া আমি বাঁচতে চাইনা।
( ১) নতুন নাম ( প্রেমের কবিতা)
নতুন নামে ডাক, নতুন নামে।
নতুন নামে না ডাকলে আমি মরে যাব।
সে নামে কতজন কতজনকে ডেকেছিল; ডেকেছিল 'লাইলী মজনুকে, মজনু লাইলীকে', 'শিরি ফরহাদকে, ফরহাদ শিরিকে', ইউছুফ জুেখাকে, জুলেখা..... ',। তারা কেউ মরেনি আমিও মরবনা।
সে নামের ডাক শোনার জন্য হাজার বছর অপেক্ষায় আছি। তুমি যদি আমাকে সে নামে ডাক আমার এই দীর্ঘ প্রহর সার্থক হবে; আমার আর নীল লোহিত পাহাড় যেতে হবেনা যেখানে অনেক ফুল বাস করে।
(৩) সরব (প্রেমের কবিতা)
তোমার আমি আমার তুমি আরতো কেউ নয়
এই কথাটি যেন সরব হয়।
ফুলে ফুলে বসে আছে কত ডাগর পাখি
সেই পাখিদের দেখে মেলি আঁখি
সে আমার নয়
এই কথাটি যেন সরব হয়।
তোমার আমি আমার তুমি আরতো কেউ নয়
এই কথাটিই যেন সরব হয়।
কতকাল গেছে আমার ঘুমে ঘুমে কেটে
এই কথাটি জানাই নির্জনাকে
নির্জনা বলে 'তুমি আমার নয়'
এই কথাটি যেন সরব হয়।
তোমার আমি আমার তুমি আরতো কেউ নয়
এই কথাটি যেন সরব হয়।