আমি ভালবাসি ফুল, আমি ভালবাসি পাখি, আমি ভালবাসি নদী।
সবচেয়ে বেশি ভালবাসি তোমাকে।
সেই তুমি কবে আমাকে অভিবাদন জানাবে?
তুমি যদি আমাকে অভিবাদন জানাও আমরা পদ্মার পাড়ে ঘুরতে যাব।
সেখানে একটি হরিণীকে প্রশ্ন করবো, তুমি কেমন আছ?
সে বলবে, তোমরা ভাল আছ তাই আমিও ভাল আছি।
আমাদের দিন আনন্দে যাবে
আমাদের মনে হবে, এমন দিন কেন আগে আসেনি!