সোনার বাংলাদেশে জন্ম নিয়ে সোনার জনম সার্থক হায়।
এখানে কিনা ফুটে?
কদম, কেয়া, বাতাবী লেবু, নলখাগড়া।
এখানে আরও আগে আসলে ভাল হত।
দেখতাম রবীন্দ্রনাথ, নজরুল, ভাষানী, বোসকে।
এখানে বার বার ফিরে আসব।
এখানে একটি ফুলের চারা রোপন করে যাই।
সেটি দেখতে বার বার মন চাবে।
এখানে যে জন প্রথম এসেছিল সে জনার সাক্ষাৎকার লই।বলে, এমন বাংলাদেশ কোথাও দেখিনি।
সূর্য, তারকা খচিত বাংলাদেশ। সূর্য বলে, এখানে হাসতে পেরে আমিও ধন্য।
মীরেশ্বরাইর যে মেয়েটি থিম্পু গিয়েছিল সে বলে, এমন বাংলাদেশ আমি সেখানেও খুঁজেছি।
এক টাকা নয়, দু টাকা নয়, হাজার টাকা দান করতেন হাজী মুহাম্মদ মহসিন। তিনি আজ নেই।
থাকলে হয়তো এ বাংলাদেশের দিকে চেয়ে লক্ষ টাকা দান করতেন।