আমার জন্ম কবে হয়েছিল তার কোন ঠিকানা নাই।

কেউ বলে আমার জন্ম হয়েছিল যখন ৭৬ এর মন্বন্তর।
কেউ বলে আমার জন্ম হয়েছিল যখন ৪৭ এর আগুন খেলা।
কেউ বলে আমার জন্ম হয়েছিল যখন ৭৪ এর কাল -বৈশাখী।

আমার জন্ম হয়েছিল আসলে কোন এক পূর্ণিমা রাতে।

    
    আমার এমন জন্ম বার বার হোক।