আমার একটি কবিতা প্রকাশ ও কিছু কথা Amar Ekti Kobita Prokash O Kichu Kotha
গত ৩০/৪/২০২২ তারিখে আমি তুমি যে আমার কবিতা-১৯ নামে একটি কবিতা ছাপি। কবিতাটি ছাপার সাথে সাথে লেখা আসে আপনার এ কবিতাটি যাচাই শেষে প্রকাশ করা হবে।এছাড়া কবিতাটিতে মন্তব্য দেওয়ার ঘর ও সম্পাদনার পথ বন্ধ রাখা হয়।কবিতাটিতে মন্তব্য দেওয়ার ঘর ও সম্পাদনার পথ এখনও বন্ধ রয়েছে। কেন এরকম করা হল তার উত্তর চেয়ে আমি দুবার যোগাযোগ করুন বাটনে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তুু কোন উত্তর পাইনি। আমাকে যদি উপরোক্ত ঘটনাগুলোর কারন জানিয়ে কর্তৃপক্ষ উত্তর দেন তাহলে উপকৃত হব।
আলোচনাটি ৪৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৩/০৫/২০২২, ০৭:৪৪ মি: