যদি মাথা নত করতেই হয় আল্লাহর কাছে কর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এরপর তোমাকে ভাত দিয়েছেন, কাপড় দিয়েছেন, সুখে থাকার উপকরণ দিয়েছেন। তুমি যদি তার ইবাদত না কর, কার ইবাদত করবে!সারাক্ষণ শুধু আল্লাহ আল্লাহ কর আর আল্লাহর কাছে বল, তুমি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই।
আল্লাহ কাউকে নিরাশ করেননা, তাইতো তিনি মেঘ থেকে বৃষ্টি দেন, বৃষ্টি থেকে জল দেন, যে জল জমা থাকে সাগর'' কিনারে। তুমি তার কাছে চাও, এমনভাবে চাইবে যেন তিনি তোমাকে ফিরাতে না পারেন।
তিনি যদি ফিরাতেন তাহলে কি মুসা নবী সাগর পাড়ি দিতে পারতেন, ইব্রাহিম ( আঃ) আগুনে অক্ষত থাকতেন! কাজেই তার কাছে চাও, এমনভাবে চাইবে যেন তিনি ফিরাতে না পারেন।
আল্লাহ এক, অদ্বিতীয় এ কথা মনে রেখে চাইবে। এক, অদ্বিতীয় কাউকে নিরাশ করতে পারেননা, তিনি শুধু দিতেই থাকেন।
আল্লাহর অনেক নাম: এক, অদ্বিতীয়, মহান, ত্রাতা, বিধাতা........।যে নাম তোমার ভাল লাগে সে নাম ধরে ডাক, আল্লাহ তোমাকে নিরাশ করবেননা।
আল্লাহ আছেন বলেই তো আমি গতকাল এক গ্লাস সাগরের জল খেয়েছি। তিনি সবার সাথে আছেন, তিনি কাউকে নিরাশ করতে পারেননা।