আল্লাহর নাম স্মরণ কর! আল্লাহ তোমার একমাত্র মালিক দিন রাত জপ।আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই হৃদয়ের গহীনে লালন কর।আল্লাহ এক ও অদ্বিতীয় এ কথার বিকল্প সৃষ্টি হয়নি, হবেওনা মনে প্রাণে জপ।

তুমি যদি সত্যিই আল্লাহর বান্দা হও আল্লাহ তোমাকে ফেলে যাবেনা এই কথার প্রতি অবিচল থাক।আল্লাহর রহমতের কোন সীমা রেখা নেই, তিনি সর্বদা অনগ্রহশীল এই কথার প্রতি ঈমান আন।

আল্লাহ তোমার যাবতীয় বালা মুসিবত দূর করে তোমাকে এক উচ্চাসনে আসীন করবেন সর্বদা এই বিশ্বাস অন্তরের অন্তস্থলে জিইয়ে রাখ।

আল্লাহ কে জানতে চেওনা, তিনি তোমার সার্বক্ষণিক সঙ্গী এ বাক্য হৃদয়েের গভীরে প্রোথিত করে ফেল।আল্লাহ যদি চান তুমি আগামীকাল সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠবে আর যদি না চান কোনদিনই উঠবেনা- এই কথা তোমার অন্তরের গহীণ অরণ্যে বপন কর।

আল্লাহ চাইলে তুমি হাসবে, আল্লাহ চাইলে তুমি কাঁদবে, আল্লাহ চাইলে তোমার স্থান হবে অষ্ট আসমানের উপর' এই কথার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আন।

আল্লাহ তুমি আমার জান মাল ইজ্জত আব্রু সবকিছুর রক্ষা কর্তা, তুমিই পার আমাকে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছে দিতে, তুমি ছাড়া কেহ নাই, তুমি যদি রক্ষা না কর কে রক্ষা করবে, তুমি আমাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান কর এই হোক আমাদের অন্তরের অনিঃশেষ প্রার্থনা।